রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
শাহারিয়ার নাফিজ বাংলাদেশের অন্যতম একজন ক্রিকেটার।বাংলাদেশের এক সময়ের উপেনিং ব্যাটম্যান ছিলেন।হয়েছিলেন ২০০৫ এর সেরা পাচঁ জনের একজন।ব্যাটিং এ ছিলো অসাধারন ও দুদান্ত।কিন্তু ২০০৮ এর পর কিছু সময়ের জন্য অসাধারন এই মানুষটি হারিয়ে যায়।কিন্তু আসতে আসতে আবার ফিরে পায় সেই চিরচেনা ব্যাটিং।জাতীয় লীগে তার ফর্ম অসাধারন।কিন্তু এরপর ও তার জায়গা হয় না জাতীয় দলে।সর্বশেষ জাতীয় লীগে ভাল ফর্ম করার পরও তার জায়গা হয়নি টেষ্ট দলে।আজ বরিশাল বুলসের খেলা ছিলো।বরিশাল বুলস হেরে গেলেও নাফিজের ব্যাটিং ঠিকই জলে উঠছিল।যখন দলের দুসময় ঠিক তক্ষণই জ্বলে উছে নাফিজ।৩৬ বলে ৫৫ রান করে।এ সামান্য রান করেও তাকে নিয়ে খবর।কিন্তু আজ আমরা দেখলাম আমাদের হারিয়ে যাওয়া নাফিজকে।এই নাফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিল নাফিজ ভক্তরা।রইল শুভ কামনা নাফিজের জন্য।
(Visited ৫ times, ১ visits today)