যশোরের মণিরামপুরে ইটভাটার ট্রাকের ধাঁক্কায় জাকির হোসেন দিপু (৩৫) নামে পুলিশের এক এএসআই’র মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর ইমান আলীর আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জাকির হোসেন জয়পুর গ্রামের ইনতাজ আলী সরদারের ছেলে। তিনি সম্প্রতি মাগুরা সদর থানা হতে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল থানায় যোগদান করেন।
নিহতের স্বজনরা জানান, ২৯ জানুয়ারি জাকির ছুটিতে বাড়ি আসেন। শুক্রবার সকালে তিনি কেনাকাটা করতে মণিরামপুর বাজারে যান। সেখান থেকে বন্ধু জাহাঙ্গীর হোসেনের ব্যবহৃত পালসার বাইকটি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ইমান আলীর আমতলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ষ হয় তার।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বেলা ১টা ১৫ মিনিটে জাকির হোসেনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মণিরামপুর থানার এসআই তাপস বলেন, ‘শুনেছি নিহত জাকির হোসেন পুলিশের এএসআই। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’