রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাব ও ওষুধপত্রের মেয়াদ যাচাই-বাছাই করা হয়।
অভিযান শেষে সারওয়ার আলম সাংবাদিকদের জানান, বিআরবি হাসপাতালের বিরুদ্ধে তিনটি অভিযোগ পাওয়া গেছে। তারা ব্লাড কালচার সঠিকভাবে করছিল না। এছাড়া বেশ কিছু রক্তের পরীক্ষা বাইরে থেকে করে আনত, যা সম্পূর্ণ অবৈধ। এমনকি তাদের ১৩ তলায় অবস্থিত ওষুধ স্টোর চার বছর ধরে অনুমতি ছাড়া চলছে। এসব অভিযোগে হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, তাদের ভেতরের পরিবেশ অনেক ভালো। তারা আশ্বস্ত করেছে, যে সমস্যাগুলো ধরা পড়েছে তা দ্রুত সমাধান করা হবে।
লাইসেন্স ছাড়া চার বছর ধরে ওষুধ স্টোর চলছে কীভাবে জানতে চাইলে হাসপাতালে বিজনেস ডেভেলপমেন্ট শাখার প্রধান মিজানুর রহমান বলেন, ‘আমরা চার বছর আগে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছি। কিন্তু এখনও লাইসেন্স পাইনি।’