মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের সদশ্য সংখ্যা দশ হাজার অতিক্রম।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ৩১, ২০১৭ ১০:১৮ পূর্বাহ্ণ

সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম  টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ গ্রুপ যাএা শুরু করে।গ্রুপটি জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সদশ্য সংখ্যা বাড়তে থাকে।আজ ১০ হাজার সদস্য প্রাপ্তির মধ্যদিয়ে নতুন উচ্চতায় পা রাখলো মঙ্গলবার সন্ধ্যায়।

টাঙ্গাইল জেলা শহরের প্রাণ লৌহজং নদী উদ্ধার কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে উঠা এ গ্রুপ ইতিমধ্যে জেলা ছাড়িয়ে সারাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে তাদের কর্মযজ্ঞের মধ্য দিয়ে। তবে প্রথম দিকে বেশ বেগ পেতে হলেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠে এ গ্রুপ ও গ্রুপের মেম্বাররা।

জনদূর্ভোগ, নাগরিক সমস্যাসহ সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তুলে ধরে সমাধানে সক্রিয় জেলা প্রশাসন ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত এ গ্রুপের মাধ্যমে জেলার অনেক সমস্যাই ইতিমধ্যে সমাধান হয়েছে। সামনে এসেছে সমাধানেরও নানা কৌশল।

সাধারণ মানুষের সমস্যা সরাসরি জেলা প্রশাসনের নজরে আনতে বেশ অগ্রণী ভূমিকা পালন করছে গ্রুপের সদস্যরা। আর সেই সমস্যা তাৎক্ষণিক সমাধানেও বেশ দৃষ্টি কেড়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ এর সক্রিয় সদস্য নওশাদ রানা সানভী বলেন, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও জনগণ মিলেই এই গ্রুপটি পরিচালনা করে। বিভিন্ন সমস্যা নিয়ে টাঙ্গাইলবাসীর মূখপাত্র হিসেবে ভূমিকা রাখছে গ্রুপটি। তবে এই গ্রুপের জনপ্রিয়তার পিছনে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এর অবদান অতুলনীয়। তার সক্রিয় অংশগ্রহনে এই  সদস্যরা কাজ করে যাচ্ছে। বিভিন্ন সমস্যা তুলে ধরার সাথে সাথে সে ব্যবস্থা গ্রহন করায় গ্রুপটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। সেই সাথে সাধারন মানুষের মাঝে গ্রহনযোগ্যার পাশাপাশি বিশ্বস্থতারও সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, গনমাধ্যমে সাধারন মানুষের সব সমস্যার সংবাদই প্রকাশিত হয় না। সে ক্ষেত্রে এই গ্রুপ বিশেষ ভূমিকা পালন করে আসছে।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি