সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর রমনা মডেল থানার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম লুমার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৯ জুলাই ঢাকার এয়ারপোর্ট রোডে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় স্কুল-কলেজের কোমলমতি ছেলে-মেয়েরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে। ওই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাভাবে প্রচারিত বিভিন্ন উসকানিমূলক লেখা/পোস্ট/ফটো/ভিডিও‘র মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, এজাহারে উল্লেখিত ১৭ নম্বর ক্রমিকে বর্ণিত ফেসবুক আইডি নাম লুমা সরকার। ওই আইডির পরিচালনাকারী লুৎফুর নাহার লুমা ওরফে নীলা ওরফে লুমা সরকার। আসামির টাইম লাইনে পোস্ট করা লেখা অশ্রাব্য স্ট্যাটাস দেখে যে কেউ নীতিভ্রষ্ট হতে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
গোপন তদন্তে লুমা অনেক সক্রিয়ভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সঙ্গে সম্পৃক্ত আছে বলে জানতে পেরেছে পুলিশ। লুমার কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তার সহযোগীদের সনাক্ত, অপপ্রচার বন্ধ ও মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।
আসামিপক্ষে নূর উদ্দিন, জায়েদুর রহমানসহ প্রমুখ আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানিতে তারা বলেন, লুমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমরা জানি, ওই দিন দুই শিক্ষার্থী মারা গেছে। আর আসামিকে কেন রিমান্ডে নেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। পুলিশ আবেদন দিয়ে বলে, তদন্তের স্বার্থে রিমান্ড চাই। এটা আইন সঙ্গত না।
আইনজীবীরা বলেন, লুমার বাবা আবদুল কুদ্দুস একজন অধ্যাপক ছিলেন। তিনি মারা গেছেন। তার কোনো ভাই নেই। তারা তিন বোন। আদালতে তার মা এসেছেন। গরীব মানুষ তারা। আর অধিকাংশ সচেতন মানুষ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। তার নামে একটা কথিত ভিডিও চালিয়ে দেওয়া হচ্ছে। অযোক্তিক রিমান্ড আবেদন করা হয়েছে। লুমার উজ্জল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আন্দোলনের সময় ভয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা না দিয়ে তিনি বাড়িতে চলে যায়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে লুমার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে রিমান্ড শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন লুমার মা রাশেদা বেগম।
এর আগে গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে লুমাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।