এশিয়ান গেমসের ১৮তম আসরে শক্তিশালী থাইল্যান্ডকে রুখে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশে যেখানে ১৯৪, সেখানে থাইল্যান্ডের অবস্থা ১২২। র্যাংকিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলকেই রুখে দিয়েছেন জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৬০ কিলোমিটার দূরে বোগোট পাজাজারান স্টেডিয়া বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলাটি শুরু হয়।
বি গ্রুফের খেলায় থাইল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।
বিরতি থেকে ফিরে খেলার ৫২ মিনিটে গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে নেন মাহবুবুর রহমান। খেলার ৮০ মিনিটে সুপাচাইয়ের গোলে সমতায় ফেরে থাইল্যান্ড। আর কোনো গোল না হওয়ায় ১-১ ড্রয়ে মীমাংসা হয়।
এর আগে ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে থাইল্যান্ডকে পরাজিত করেছিল বাংলাদেশ ফুটবল দল। এই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৯৭৩ সালে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু হয় বাংলাদেশের।
উল্লেখ্য, আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।