৯ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই সন্তানের জননী মুক্তা বেগমের। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায়।
ঝালকাঠি পালবাড়ি এলাকার নজরুল ইসলাম মাসুমের স্ত্রী দুই সন্তানের জননী মোসা. মুক্তা বেগম, পিতা-মৃত সুলতান কাজী, গ্রাম পশ্চিম ঝালকাঠি-এর সঙ্গে ১৭ বছর আগে শরিয়া মোতাবেক বিবাহ হয় তাদের। দাম্পত্য জীবনে দুটি সন্তান জন্মগ্রহণ করে, বড় মেয়ের বয়স (১৪) বছর ও ছেলের বয়স (৬) বছর।
গত ৮ আগস্ট বুধবার সকাল ৭টার দিকে বাসা থেকে কোথায় চলে যায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুদিন পরে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৪২৪।
নিখোঁজ মুক্তা বেগমের গায়ের রং ফর্সা ও উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার স্বামী মাসুমের ০১৭১৯৭৭৮৪৬৬/০১৬২৯৭৫৯২১৬ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
(Visited ১ times, ১ visits today)