বুধবার , ১৫ আগস্ট ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আফগান সেনাঘাঁটি দখল করছে তালেবান, ১৪ সেনা নিহত

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ১৫, ২০১৮ ১:৩৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটি দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। তাদের সঙ্গে লড়াইয়ে ১৪ জন সেনা নিহত হয়েছেন বলে আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।

ওই সেনা কর্মকর্তা বলেছেন, দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানদের এ হামলায় অনেকে জঙ্গিদের হাতে ধরা পড়েছেন। অনেকে পালিয়ে গেছেন।

সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই বলেন, জঙ্গিরা ঘোরমাচ জেলার ফরিয়াব প্রদেশের সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। কয়েক দিনের প্রচণ্ড সংঘর্ষের পর তারা সেনাঘাঁটিটি দখল করে নেয়। গত রোববার ওই ঘাঁটি আক্রমণের সময় সেখানে ১০০ জনের মতো সেনা ছিলেন।

রেজাই বলেন, দুর্ভাগ্যজনকভাবে ওই ঘাঁটি শত্রুর হাতে চলে গেল। কিছু সেনাকে প্রাণ দিতে হয়েছে। কয়েকজন ধরা পড়েছেন আর কয়েকজন পাশের পাহাড়ের দিকে পালিয়ে গেছেন।

ফরিয়াবের সাংসদ হাশিম ওতাক বলেন, ১৪ সেনা মারা গেছেন। ৪০ জন তালেবান জঙ্গিদের হাতে ধরা পড়েছেন।

ফরিয়াবের প্রাদেশিক কাউন্সিলের প্রধান তাহির রেহমানি বলেন, কাবুলে সেনা ও বিমান সহায়তা চেয়েও পাননি সেনারা। তাঁরা গজনি নিয়ে বেশি ব্যস্ত ছিলেন।

জাতিসংঘের নেতৃত্বাধীন ন্যাটো সেনা ২০১৪ সালের ডিসেম্বরে মিশন শেষ করার পর থেকে আফগান সেনাবাহিনী চাপে পড়ে গেছে।

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি