জেলের ভিতরে সাদা কাপড় পরা লম্বা চুলের এক নারী ঘুরে বেড়াচ্ছে। এই নারীর আবার তিনটি চোখও রয়েছে বলে জানিয়েছেন কয়েদিরা। কোনো একটি বিশেষ জেলে নয়, ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন জেলে ছড়িয়েছে এই আতঙ্ক। আশ্চর্যের বিষয় হলো বিভিন্ন জেল থেকে একইরকম বর্ণনা উঠে আসছে।ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন জেলে কয়েদিরা তাদের কারাকক্ষে অতিপ্রাকৃত ঘটনা নিয়ে সরব হন। তাদের মতে, জেলের ভিতরে সাদা কাপড় পরা লম্বা চুলের এক নারী ঘুরে বেড়াচ্ছে। অনেকে জানিয়েছেন, এই নারীমূর্তির আবার তিনটি চোখ রয়েছে। আর এ আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে, বিভিন্ন যুক্তিবাদী সংগঠনের দ্বারস্থ হতে হয়েছে জেল কর্তৃপক্ষকে। জেলগুলোতে কয়েদিদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
কয়েদিদের কাউন্সেলিং করানো বন্দনা শিন্ডে নামে এক ব্যক্তি জানান, কয়েদিদের অনেকেরই ধারণা সৃষ্টিকর্তা অথবা শয়তান তাদের উপরে নজর রাখেন। সেখান থেকেই এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটে। শিন্ডে ও তার সহযোগীরা ম্যাজিক শো দেখিয়ে কয়েদিদের বোঝাতে চাইছেন, কেউ তাদের ভয় দেখাচ্ছে।
(Visited ২২ times, ১ visits today)