রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্ত্রীর প্রতিনিয়ত মানসিক নির্যাতনে অতিষ্ঠ এক স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধারের পর পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত সাহাব উদ্দিন (২৬) উপজেলার খামার তাহিরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এর আগে ৬ আগস্ট নির্যাতিত সাহাবুদ্দিন সন্ধ্যায় নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতিত সাহাব উদ্দিন এক বছর আগে উপজেলার গঙ্গারামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে মিলি বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে কোনো সন্তান নেই। বিয়ের এক বছর পর গত ৬ আগস্ট সন্ধ্যায় সাহাব উদ্দিন নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এ সময় তার গোঙানির শব্দে বাড়ির লোকজন ঘরে ঢুকে তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে সাহাবের বাবা শহিদুল ইসলাম থানায় এজাহার দিলে পুলিশ তদন্ত শুরু করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মাসুদুর রহমান বলেন, স্বামীর অভিযোগে স্ত্রী কর্তৃক মানসিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাটির ব্যাপারে তদন্ত চলছে।