বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি। নেপিয়ারে বৃষ্টিতে মাঠ খেলার অনুপোযোগী হওয়ায় এই সিদ্ধান্ত নেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস ব্রাউন।
এর আগে ৩০ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছিল নিউজিল্যান্ড। এই সুবাদে সিরিজে এখন ১-০ তেই এগিয়ে আছে স্বাগতিকরা।
এদিন স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ভারী বৃষ্টি কারণে তা আর মাঠে গড়াইনি। এমনকি টসও করতে পারেনি তারা। থেমে থেমে বৃষ্টি হানা দেওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় সময় পৌনে সাতটায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এই ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় চলমান সিরিজে এখন বাকি রইল আর একটি ম্যাচ। আগামী ৫ ফেব্রুয়ারি যেটি অনুষ্ঠিত হবে হ্যামিল্টনে।
(Visited ২ times, ১ visits today)