ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দেশটি সফরে গেছেন বাংলাদেশের সাদা পোষাকের ক্রিকেট দল। এই দলে রয়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। যার মূল লক্ষ্য, ভালো খেলা উপহার দিয়ে সফরটাকে স্মরণীয় করে রাখা।
দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সৌম্য বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্যতো একটাই, ভালো খেলতে হবে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো দলকে কিছু দেওয়ার জন্য। যেহেতু ভারতে এবারই আমাদের প্রথম তো সবাই খুব রোমাঞ্চিত। চেষ্টা করবো এটাকে স্মরণীয় করে রাখার জন্য। ভারতের মাটিতে প্রথম ম্যাচ মনে রাখার মত কিছু করতে চাই।’
এদিকে সফরে একটি ম্যাচ হওয়ায় চাপটা বেশি থাকবে বলেই জানিয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তবে তারপরও এখান থেকে ভালো কিছু দিতে চান সৌম্য। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, চেষ্টা করবো কিছু যদি পাই তাহলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর আমরাতো বাইরের কিছু পাবো না। আমাদের খেলেই কিছু নিতে হবে। চেষ্টা করবো কিছু যদি আনতে পারি। যেহেতু একটা ম্যাচ, এখানে তাদের চাপই বেশি। যদি আমি সুযোগ পাই তাহলে দল যেন জিতে এমন কিছু করার চেষ্টা করব।’
উল্লেখ্য, আগামী ৯-১৩ ফেব্রুয়ারি স্থানীয় রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে বহু প্রতিক্ষীত একমাত্র এই টেস্ট ম্যাচটি। এর আগে সেখানে দেশটির এ-দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।