এক যাত্রী ৯৯৯ ফোন দিয়ে পদ্মায় ডুবন্ত ফেরিকে রক্ষা করেছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাণীক্ষেত নামে একটি ফেরি মঙ্গলবার সকালে ৯টি ট্রাক, ৬টি এবং ৩০০ যাত্রী নিয়ে পদ্মার মাওয়া থেকে কাঁঠালবাড়ির ঘাটের দিকে যাচ্ছিল। তখন ওই ফেরির ভেতর পানি ঢুকে ডুবতে থাকে।
এসআই মো. সোহেল রানা জানান, ওই ফেরির যাত্রী সোহাগ জরুরি হেল্পলাইন ৯৯৯ এ ফোন দেন। পুলিশ খবর পেয়ে বিষয়টি কোস্টগার্ড ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। পরে তারা সেখানে পৌঁছায়।
তিনি আরও জানান, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস ৩০০ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। পরে তারা ডুবন্ত ফেরিটি উদ্ধার করে। বর্তমানে ফেরিটি কাঁঠালবাড়ি ঘাটে রয়েছে।
(Visited ২ times, ১ visits today)