চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর উপর দিয়ে উপজেলা চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর হেঁটে যাওয়ার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ৪টায় তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল নীলকমল হাইস্কুলে আসেন এবং সেখানে ওই ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
তদন্ত শেষে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও তদন্ত কমিটির প্রধান সৈয়দা সারোয়ার জাহান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমাদের তদন্ত চলমান, আগামীকাল তদন্ত শেষে শনিবার তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে যাতে এ ধরনের ইভেন্ট না হয় সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার।
এদিকে স্কুল শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’র ওপর দিয়ে হাঁটার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মানবসেতু’র ঘটনায় হাইমচর থানা রোডে মানববন্ধন করতে রওনা হন নূর হোসেন পাটওয়ারীর সমর্থকরা। এ সময় পথে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান মিয়া তাদের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কিছু লোক লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নূর হোসেন সমর্থকরা উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসের সামনে এসে অবস্থান নেন।
হাইমচর থানার উপ-পরিদর্শক নূর মিয়া জানান, ‘দুদলের পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে ভাঙচুরের ঘটনা ঘটেনি।’
উল্লেখ্য, চাঁদপুরের হাইমচরের নীলকমলে সোমবার (৩০ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের পীঠের উপর দিয়ে হেঁটে ‘মানবসেতু’ পার হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দার ঝড় বইছে। ছাত্রদের তৈরি ‘মানবসেতু’ পার হয়ে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী খুশি হয়ে ৫ হাজার টাকাও দেন।
এ ঘটনায় স্থানীয় আবদুল কাদের গাজি শিশু নির্যাতনের অভিযোগে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।