বরিশাল সরকারি বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে মারধরের ঘটনায় শিফাতউল্লাহ সৌরভকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শিফাতউল্লাহ সৌরভ পলাশপুরের আব্দুল লতিফের ছেলে। সোমবার নগরীর হোটেল আফ্যায়নের সামনে থেকে এসআই আরাফাত রহমান হাসান তাকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌসি মিম বরিশাল সরকারি বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। আসামী একই কলেজ থেকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে। আসামী সৌরভ প্রায়ই মিমকে কু-প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ক্ষিপ্ত হয়। মিমের বান্ধবীদের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে ডিস্টার্ব করে। এ ঘটনা মিম তার বাবা-মাকে জানালে আসামী আরও বেশি ক্ষিপ্ত হয়। ঘটনার দিন গত ৫ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিতলাখোলাস্থ মিমের বাড়ি এসে গালিগালাজ করতে থাকে।
প্রতিবাদ করলে মিমের মোবাইল ভেঙ্গে ফেলে। চর-থাপ্পর মেরে গুরুতর আহত করে। এ সময় মিমের ডাকচিৎকারে অসুস্থ বাবা আসলে তাকেও মারধর করে। এ ঘটনায় মিম বাদী হয়ে মামলা দায়ের করলে থানা পুলিশ সৌরভকে আটক করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।