মঙ্গলবার , ৭ আগস্ট ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

২৫টি সেলাই অপুর হাতে

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ৭, ২০১৮ ১:৪১ পূর্বাহ্ণ

ফলোথ্রুতে মারলন স্যামুয়েলসের শট ফেরাতে ডানদিকে ডাইভ দেন নাজমুল ইসলাম অপু। বলের লাইন থেকে সরতে গিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা চাদউইক ওয়ালটনের কেডসের স্পাইক লেগে মারাত্মকভাবে জখম হয় অপুর বাম হাতের আঙুল। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়েন এই বাঁহাতি স্পিনার। হাতে কতটি সেলাই পড়বে সেই অপেক্ষায় ছিলেন সবাই। এই সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন, অপুর হাতে ২৫টি সেলাই পড়েছে। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত নয়।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অপুর হাতে ২৫টি সেলাই লেগেছে। ১০-১২ দিন পর সেলাই খোলা হবে। এরপর আমরা পরবর্তী করণীয় ঠিক করবো।’ গতকাল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজের প্রথম ওভারেই ইনজুরিতে পড়েন অপু। ৩ বলের বেশি করতে পারেননি। পঞ্চম ওভারের শেষ তিনটি বল করেন সৌম্য সরকার। বৃষ্টি আইনে ১৯ রানের জয়ে ২-১ এ সিরিজ জিতে নেয় বাংলাদেশ। একই ভেন্যুতে সমতা ফেরা দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ অবদান রাখেন অপু। ফিরে পান নিজেকে। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচের শেষ ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। হাতে তিন উইকেট। স্পিন ঘূর্ণিতে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান অপু। সেন্ট কিটসে প্রথম ম্যাচে দুই ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। সিরিজে অপুর পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের তালিকায় ১৪ ধাপ উন্নতিতে ৭০তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত