রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। আজ ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৯ রানে। ফলে সিরিজটি বাংলাদেশ ২-১-এ জিতে নিলো। এর আগে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ।
আজ টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৮৫ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এই রেকর্ডের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করতে পারেনি। ১৭.১ ওভারে তাদের স্কোর যখন ৭ উইকেটে ১৩৫, তখনই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তখন বাকি ১৭ বলে তাদের করার দরকার ছিল ৫০ রান কিছু সময় অপেক্ষার পর বাংলাদেশকে ডি/এল পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয়।
আগের ম্যাচে মোস্তাফিজই ওয়েস্ট ইন্ডিজের ওপর জোড়া আঘাত হেনে তাদেরকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছিলেন। ফ্লোরিডায় আজও তিনি প্রথম আঘাত হনেন। তার শিকার হয়ে বিদায় নেন ফ্লেচার। এরপর সৌম্য সরকারের শিকার হয়ে ফিরে গেছেন ওয়ালটন।
মোস্তাফিজের তিনটি ছাড়াও সৌম্য সরকার, সাকিব আল হাসান, রুবেল হোসেন, আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১৮৪ রান। লিটন দাসের একটি বিস্ফোরক ইনিংস এই স্কোর করতে সহায়তা করে। তিনি ৩২ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। তার ইনিংসে ছিল ৬টি চার আর ৩টি ছক্কায় সাজানো। শেষ দিকে মাহমদুল্লাহ রিয়াদ আর আরিফুল হক রানের গতি আরো বাড়িয়ে দেন। মাহমুদুল্লাহ ২০ বলে করেন ৩২ রান।
আজ বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস আর তামিম ইকবাল। মারমুখী খেলে তারা স্কোরবোর্ডের গতি বেশ বাড়িয়ে রাখেন। ৪.৪ ওভারে ৬১ রান করে তারা বিচ্ছিন্ন হন। আগের ম্যাচের ম্যান অব দি ম্যাচ তামিম অবশ্য এদিন ভালো করতে পারেননি। তিনি ১৩ বলে ২১ রান করে বিদায় নেন। এরপর নামেন সৌম্য সরকার। তিনি ৪ বলে ৫ রান করে বিদায় নেন। এরপর মুশফিকুর রহীম ১২, সাকিব আল হাসান ২৪ রান করেন।