শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এসএসসির প্রথমদিনে অনুপস্থিত ৮৫২০, বহিষ্কৃত ১৬

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৩, ২০১৭ ১২:৫২ পূর্বাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা আট হাজার ৫২০ জন। অপরদিকে পরীক্ষায় নকলের দায়ে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোন পরিদর্শক বহিষ্কার হননি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রথমদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা হয়েছে। দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।

এসএসসি, দাখিল ও কারিগরি মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। এরমধ্যে আট বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এসএসসিতে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে এক হাজার ২৩৯, কুমিল্লা বোর্ডে ৭১৬, যশোরে ৪৩২, রাজশাহীতে ৪৩১, চট্টগ্রামে ৩২৫, সিলেটে ২৬৫, বরিশালে ২৯৪ ও দিনাজপুর বোর্ডে ৩৬৯ জন রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তিন হাজার ২১২ ও কারিগরি বোর্ডে এক হাজার ২৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ঢাকা বোর্ডে একজন, মাদ্রাসা বোর্ডে ৫ ও কারিগরি বোর্ডে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি