ট্রাফিক আইন অমান্য করার অপরাধে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেনকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী তথ্য জানান।
পুলিশ সুপার জানান, দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে শহরে র্যালি বের করার প্রস্তুতি চলছিল। এমন সময় এসআাই মোকারম হোসেন হেলমেট ছাড়া মোটরসাইকেলযোগে সেখান দিয়ে যাবার সময় তার গতিরোধ করে তাৎক্ষণিক তাকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।
(Visited ১ times, ১ visits today)