নতুন ক্লাবে দায়িত্বের শুরুতেই শিরোপার স্বাদ নিলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ টমাস টুকেল। আর হতাশাভরা বিশ্বকাপ শেষে আলোকিত নৈপুণ্য দেখালেন পিএসজির আর্জেন্টাইন উইংগার অ্যাঙ্গেল ডি মারিয়া। শনিবার চীনের শেনজেন স্টেডিয়ামে ফারসি সুপার কাপে এএস মোনাকোর বিপক্ষে ৪-০ গোলে জয় দেখে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেন ডি মারিয়া। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে বেঞ্চে রেখেই একাদশ সাজান পিএসজির জার্মান কোচ টমাস টুকেল। ম্যাচের ৩৩তম মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। আর ম্যাচের যোগ করা সময়ে দলের শেষ গোলটিও করেন ডি মারিয়া।
৪০তম মিনিটে ক্রিস্টোফার এনকনকু ও ৬৩ মিনিটে গোল পান সাবেক বর্ষসেরা তারকা জর্জ উইয়াহর ফুটবলার পুত্র টিমোথি উইয়াহ।
(Visited ৭ times, ১ visits today)