শনিবার , ৪ আগস্ট ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৪, ২০১৮ ১:০৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী। এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবার। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকার ব্যবসায়ী মনির হোসেন মিয়ার মেয়ে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাবাস্সুমের (১৪) সঙ্গে সোনারগাঁ উপজেলার পানাম এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে আতিকুল রহমানের বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে পরলে তারা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে বর ও কনে পক্ষের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অঙ্গীকার করেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি