বৃহস্পতিবার , ২ আগস্ট ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মমিনুলদের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ২, ২০১৮ ১২:২১ পূর্বাহ্ণ

দেশের মাটিতে কয়েকদিন আগেই শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছিলো বাংলাদেশ ‘এ’ দল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে আনঅফিশিয়াল ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের অধিনায়ক মমিনুল হক। তবে বৃষ্টির বাঁধায় প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে খেলা।

বৃষ্টি শেষে মাঠে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড উলভস। দুই ওপেনার জেমস ম্যাককোলাম ও স্টুয়ার্ট থম্পসন দারুণ শুরু এনে দিলেও দলীয় ৩৭ রানের মধ্যে ওপেনার থম্পসনের উইকেট হারায় আয়ারল্যান্ড উলভস।

৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ যখন ৩৭ রান তখন আবারও হানা দেয় বৃষ্টি। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাককোলাম ২৬ ও বালবিরনি ৭ রান করে অপরাজিত থাকেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার একই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ৩ টি ৪ দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল ও আয়ারল্যান্ড উলভস।

বাংলাদেশ ‘এ’ দলের একাদশ-

মমিনুল হক (অধিনায়ক), জাকির হাসান, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ, মোহাম্মদ আল আমিন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড উলভস একাদশ-

এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, জেমস ম্যাককোলাম, হ্যারি টেকটর, টাইরন কেইন, স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকাটে, অ্যান্ডি ম্যাকব্রাইন, জোনাথান গার্থ, ডেভিড ডেলানি, ব্যারি ম্যাকার্থি।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত