মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০১৭ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান পিপিএম পদক প্রাপ্তিতে সংবর্ধনা।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ৩১, ২০১৭ ১০:০৭ অপরাহ্ণ

মোঃ শাহাজাদা হিরা.

সিনিয়ার স্টাফ রির্পোটার.

গতকাল ৩১ জানুয়ারি দুপুর ১২ টায় বরিশাল জেলা পুলিশের আয়োজনে বরিশাল পুলিশ লাইন ইন সার্ভিস সেন্টারে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক পুলিশ সপ্তাহ ২০১৭ সালে পিপিএম পদক প্রাপ্তিতে বরিশালের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান কে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার, এস এম রুহুল আমিন, মেট্রো পলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার, আবুল কালাম আজাদ, বরিশাল জেলা পুলিশ সুপার, এস এম আকতারুজ্জামান খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, বরিশাল এপিবিএন অধিনায়ক আবু নাছের মোহাম্মদ খালেদ, সাবেক প্রেস ক্লাব সভাপতি, এসএম ইকবাল,শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এসএম জাকির হোসেন, সাংবাদিক, পুলক চ্যাটার্জ়ী, পুলিশের বিভিন্ন মহলের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক মহলের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, বিপিএম, পিপিএম ডেপুটি ইন্সপেক্টর পুলিশ বরিশাল, এর কর্ম জীবনের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন। তারা বলেন তিনি তার কর্মজীবনে গুলশাল হলি অর্টিজান রেস্টুরেন্ট ও কল্যান পুরের তাজ ভিলায় জঙ্গি দমনে শেখ মুহাম্মদ মারুফ হাসান যে সাহসী নেতৃত্বের ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের এক মাইল ফলক রচনা করেছেন তিনি। জাতি তার বিরত্ব দেখেছে তার সুনাম রয়েছে পুলিশ বাহিনীতে। পরে তাকে মেট্রো পলিটন পুলিশ, জেলা পুলিশ ও এপিবিএন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান এর মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়। পরে বরিশাল পুলিশের সন্ত্রাস ও মাদক রিরোধী কর্ম পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল জেলা পুলিশ সুপার, এস এম আকতারুজ্জামান খান অনুষ্ঠান শেষ করেন।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত