বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নারীদের জন্য ১০ সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৭টিতে জয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। একটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বেসরকারি ফলাফলে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (বই প্রতীক) মিনু রহমান, ২ নং ওয়ার্ডে স্বতন্ত্র (গ্লাস) জাহানারা বেগম, ৩ নং ওয়ার্ডে (বই) আওয়ামী লীগের কোহিনুর বেগম, ৪ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আয়শা তৌহিদ লুনা, ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের (মোবাইল ফোন) ইসরাত জাহান লাভলী, ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের (বই) গায়ত্রী সরকার পাখি, ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের (বই) সালমা আক্তার শিলা, ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগের (চশমা) রেশমী বেগম, ৯ নং ওয়ার্ডে স্বতন্ত্র (চশমা) সেলিনা বেগম এবং ১০ নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিএনপির (আনারস) রাশিদা পারভীন।