প্রায় ৪ বছর পর টি-টোয়েন্টির ২০ ওভারের যুদ্ধে আজ মধ্যরাতে বাংলাদেশ ব্যাট-বল হাতে নিয়ে উইন্ডিজের মাটিতে মাঠে নামবে। ২০১৪ সালে এই ওয়ার্নার পার্কের উইকেটে শেষ বার বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছিল উইন্ডিজের বিপক্ষে। ৪ বছর পর আবারো সেই ওয়ার্নার পার্কেই টি-টোয়েন্টি ফের দেখা দুই দলের। শেষ বারের মোলাকাতটি সম্পœন হয়নি বৃস্টি পানিতে ভেসে যাবার কারণে।
দুই দলের এটা ৭ম টি-টোয়েন্টি সাক্ষাত। বাংলাদেশ ২টি বার উইন্ডিজ ৩টি ম্যাচে জয় পেয়েছে, ১টিতে কোন ফলাফল হয়নি। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজ ফেভারিট যে কোন দলের বিপক্ষেই। এ পর্যন্ত ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজ জয় পেয়েছে ৪৭টি, হেরেছে ৪৬টি আর ট্রাই করেছে ১টি, কোন ফলাফল হয়নি ৪ ম্যাচে। অপর দিকে ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২৩টি, হেরেছে ৫৪টি আর ফলাফল হয়নি ২ ম্যাচে। পরিসংখ্যান বলছে এমনিতেই উইন্ডিজ ফেভারিট, তার উপর নিজেদের চেনা উইকেটে স্বাগতিকরা আরো কঠিন প্রতিপক্ষ।
কিন্তু টি-টোয়েন্টি ম্যাচে ভূলের কোন সমাধান নেই। যা আছে ওডিআই ম্যাচে। সে কারণেই টি-টোয়েন্টি ম্যাচে আগামা কোন মন্তব্য কোন ক্রিকেট বিশেজ্ঞই করতে চান না। ২০ ওভারে যুদ্ধে যারা নির্দিষ্ট দিনে ভাল খেলবে তারাই জয়ী। তাছাড়া ওডিআই সিরিজে উইন্ডিজকে উড়িয়ে দেয়ার পর বাংলাদেশ দল অনেকখানি মানসিক ভাবে এগিয়ে রয়েছে। ভেন্যুতো সেই ওয়ার্নার পার্কই। শুধু দ্ইু দলে হাতে গুনা কয়েক জন খেলোয়াড় বদল ছাড়া সবই এক। অধিনায়ক সাকিব তো বলেছেনই ‘ওরাও খেলোয়াড়, আমরাও খেলোয়াড়’ তাই জয়ের স্বপ্ন দেখা যেতেই পারে।