সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের বার্ষিক সূচিতে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের বিষয়ে নিশ্চিত করেছে। ২০০৩ ও ২০১৪ সালের পর আগামী বছর প্রথম তিন টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী বছরের মার্চে তিন ওয়ানডে ও তিন টেস্ট সিরিজ খেলবে দুদল। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি। শেষ হবে তিন ম্যাচের টেস্ট দিয়ে।
১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচগুলো হবে ম্যাকলিন পার্ক, ক্রাইস্টচার্চ ও ওটাগো ওভালে। টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেডন পার্ক, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।
(Visited ৪ times, ১ visits today)