মঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

র‍্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন তামিম

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ৩১, ২০১৮ ১:০২ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুহাত ভরেই দিয়েছে তামিম ইকবালকে। তিন ম্যাচে পেয়েছেন দুই সেঞ্চুরি, যেটিতে তিন অঙ্ক ছুঁতে পারেননি সেটিতেও ৫৪। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান তাঁর। ব্যক্তিগতভাবে এর চেয়ে বেশি কিছু হয়তো তামিম নিজেও আশা করেননি। এমন ব্যাটিংয়ের স্বীকৃতিটা পেয়ে গেলেন হাতে নাতেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে এখন তামিম।

১৭তম স্থানে থেকে সিরিজ শুরু করেছিলেন তামিম। আজ প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ১৩তম স্থানে উঠে এসেছেন তামিম। এর আগে ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫তম স্থানে ছিলেন তামিম। সিরিজটা ৭৩৭ পয়েন্ট নিয়ে শেষ করেছেন দেশ সেরা ব্যাটসম্যান। এটাও তাঁর ক্যারিয়ার-সর্বোচ্চ। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ব্যাট হাতে তিন ম্যাচে সাকিব করেছেন ৯৭, ৫৬ ও ৩৭ রান। তিন ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ২৬তম স্থানে উঠেছেন সাকিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু সাকিবই একবার শীর্ষ দশে জায়গা পেয়েছিলেন।

বল হাতে ২ উইকেট নিয়েছেন অবশ্য বোলার তালিকায় তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নেমে গেছেন ২৬-এ। তবে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। শেষ ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহও পেয়ে গেছেন ক্যারিয়ার-সেরা ৫৭৫ রেটিং পয়েন্ট। চার ধাপ এগিয়ে উঠেছেন ৩৮-এ।

সিরিজে ৭ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে মাশরাফি বিন মুর্তজা উঠে এসেছেন ১৯তম স্থানে। যেখানে তাঁর সঙ্গী নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। র‍্যাঙ্কিংয়ে মাশরাফির চেয়েও ওপরে মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন এই বাঁহাতি পেসার।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি