ইউটার্ন নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে লঙ্কান স্পিনের সামনে ব্যাট নিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। তবে একদিনের ম্যাচে ঠিক নাকানি-চুবানি খাইয়েছেন লঙ্কানদের।
ডাম্বুলায় সিরিজের প্রথম একদিনের ম্যাচে আজ রোববার শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এ জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে যায় প্রোটিয়ারা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। তবে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও চায়নাম্যান খ্যাত তাবরেইজ সামসির বোলিংয়ের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। হাথুরেসিংহের শিষ্যরা ৩৪ ওভারের মাথায় ১৯৩ রানে গুটিয়ে যান।
কুশল পেরেরা ও থিসারা পেরেরা ছাড়া কারো ব্যাট কথা বলেনি। দুজনই খেলেছেন হাত খুলে। একটু ধৈর্য ধরে ক্রিজে দাঁড়িয়ে থাকলে আরও বড় স্কোর গড়তে পারত শ্রীলঙ্কা। ১১ চার ও এক ছয়ের মারে কুশল পেরেরা ৭২ বলে ৮১ রান করেন। আর ৮ চারে ৩০ বলে ৪৯ রান করেন থিসারা পেরেরা।
উপুল থারাঙ্গা (১০) ও আকিলা ধনঞ্জয়া (১১) ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কোনো লংকান ব্যাটসম্যান। ১৯৩ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। কাগিসো রাবাদা ও তাবরেজ শামসি দজুনে নেন চার উইকেট করে। নিগদি নেন এক উইকেট আর একজন রান আউটের শিকার হইয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
শ্রীলঙ্কার ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ৩১ রানের মাথায় পরপর দুই হারিয়ে ফেলে বেকায়দায় পড়ে প্রোটিয়ারা। তবে দলকে বিপদের মুখোমুখি হতে দেননি ডি কক ও ডুপ্লেসিরা। দুজনেই করেন ৪৭ রান করে।
ডুমিনির অপরাজিত অর্ধশতকে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৬ চার ও ২ ছয়ের মারে ডুমিনির ব্যাট থেকে আসে ৩২ বলে ৫৩ রান। ১৪ রান করে অপরাজিত থাকেন মাল্ডার। মারক্রাম রানের খাতা খুলতে না পারলেও বাকীরা দুই অঙ্কের ঘর পর্যন্ত নিয়ে যান তাদের ইনিংস।
চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাবরেজ শামসি। আগামী ১ তারিখ একই মাঠে দ্বিতীয় ওয়ানডতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা।