মঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভারতে গণধর্ষণের পর গর্ভবতী ছাগলের মৃত্যু

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ৩১, ২০১৮ ১২:৪৫ পূর্বাহ্ণ

ঘৃণ্য বা জঘন্য অপরাধ বললেও হয়তো কম বলা হবে। হরিয়ানার মেওয়াটে এমন কাণ্ড ঘটল যা শোনার পর আপনার রক্ত ফুটতে শুরু করতে পারে। আটজন মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করল। পাশবিক অত্যাচারের জেরে সেই গর্ভবতী ছাগল শেষ পর্যন্ত মারা যায়। এমন জঘন্য কাজ করা আটজন অপরাধীকে শেষমেশ গ্রামবাসীরা আটক করে গণধোলাই দেয়। মারের মুখে অপরাধের কথা স্বীকার করে তারা।

গত বেশ কয়েকদিন ধরেই সেই গর্ভবতী ছাগলকে উত্যক্ত করত ওই আটজন। ছাগলের মালিক বহুবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কথা শোনেনি। দিন দিন সেই ছাগলকে বিরক্ত করার মাত্রা ছাড়াতে থাকে। ছাগলের মালিক আসলুপ খান এমন কিছু একটা কাণ্ড ঘটার আঁচ পেয়েছিলেন আগে থেকেই। কিন্তু শেষমেশ নিজের পোষা নিরিহ এই প্রাণীকে আট পাষণ্ডের হাত থেকে রক্ষা করতে পারলেন না।

গ্রামবাসীদের একজনের বয়ান অনুযায়ী, আসলুপ খানের বাড়ির দালান থেকে ওই ছাগলকে চুরি করে নিয়ে যায় আটজন। রাতের অন্ধকারে ছাগলটিকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে আটজন মিলে নির্মমভাবে ধর্ষণ করে। তারপর পাঁচজন ঘটনাস্থল থেকে চলে গেলেও বাকি তিনজন পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য বাড়ি ফিরে আসে। ইতোমধ্যে আসলুপ তাঁর ছাগল না পেয়ে খুজতে বের হয়। গর্ভবতী ছাগলটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিত্কার করতে থাকে। আসলুপ ঘটনাস্থলে পৌঁছে দেখে ছাগলটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

স্থানীয় নাগিনা পুলিশ চৌকির এসআই রাজবীর সিং বলছিলেন, আসলুপ খান আমাদের কাছে এসে ওই আটজনের নামে অভিযোগ দায়ের করেছে। সাভাকর, হারুন, জাফর ও তার বাকি পাঁচ সঙ্গীর নামে অভিযোগ দায়ের হয়েছে। মৃত ছাগলটির মেডিক্যাল করা হবে।

এদিকে, ছাগলটির মালিক আসলুপ খান বলছিলেন, ওরা কয়েকদিন ধরেই আমার গর্ভবতী ছাগলটিকে বিরক্ত করত। আমি নিষেধ করায় প্রথমে ওরা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আবার ওরা ফিরে আসে। আমি তখন কাছাকাছি ছিলাম না। সেই সুযোগে ওরা আমার ছাগল চুরি করে। রাতের অন্ধকারে ওকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে অত্যাচার করে। পরে ওদের গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে।

অপরাধীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ও ৪২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। তা ছাড়া অবলা পশুর উপর নারকীয় নির্যাতনের জন্যও অভিযোগ দায়ের হয়েছে। ইতোমধ্যে অবশ্য গ্রামের পঞ্চায়েতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ পুলিশি হস্তক্ষেপে তা আর হয়নি।

(Visited ৪৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আমার বরিশাল ২৪ ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।

Sundarban

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

ফুটবলারের হাতে খুন মা-বোন

বরিশাল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কিবরিয়ার জন্য কাঁদছেন সহকর্মীরা

অবৈধ পানির ব্যবসা : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে করোনাকালে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন রোটারি ক্লাব

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য দিবস শুক্রবার দেশে সাড়ে ৭৩ লাখ মানুষ বিষন্নতায় ভুগছে