বিএম কলেজ প্রতিনিধিঃ “
নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান ও প্রচারনা মাস জানুয়ারী ২০১৭ উপলক্ষ্যে ৩১ জানুয়ারী বরিশাল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সরকারি বিএম কলেজে মাদক বিরোধী অভিযান ও প্রচারনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই মানবন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস.এম নাসির উদ্দিন, ‘জয়যাত্রা'(একটি মাদক বিরোধী সংগঠন) এর সভাপতি মারুফ হোসাইন। মাদক বিরোধী এ মানববন্ধনে অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। উল্লেখ্য মাদক বিরোধী বিরোধী অভিযান ও প্রচারনার আয়োজন করে জেলা প্রশাসন,জেলা শিক্ষা অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল।
(Visited ৩ times, ১ visits today)