বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের আগের দিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যা ৬টার মধ্যে সাদিক আবদুল্লাহকে ওই নোটিশের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। এর আগে শনিবার সন্ধ্যায় উঠান বৈঠক করার অভিযোগে নৌকার প্রার্থীকে এই নোটিশ দেয়া হয়। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান মাহাবুব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সাদিক পথসভা করছেন। তাতে লোকজনও জড়ো হচ্ছে। বিভিন্ন চ্যানেলে সেই বৈঠকের ছবি আমরা দেখেছি। পরে আমরা তাকে শোকজ করেছি।
(Visited ১ times, ১ visits today)