শনিবার , ২৮ জুলাই ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাইগারদের লক্ষ্য সিরিজ জয়

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ২৮, ২০১৮ ১:৩২ পূর্বাহ্ণ

সর্বশেষ বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল কবে? ফিরে যেতে হবে সেই ২০১৬ সালে সেপ্টেম্বরে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সেবার টানা ৬টি ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এরপর অনেক সময় অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গত বছর শ্রীলংকার বিপক্ষে সিরিজ ড্র করাই ছিল সেরা সাফল্য। বাকি তিনটি সিরিজেই হারতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়ে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে জয়ের দুয়ারে গিয়ে পা ‘হড়কিয়েছে’। ১৩ বলে ১৪ রানের সহজ সমীকরণ মিলাতে পারেননি মাশরাফিরা। নাটকীয় জয় পেয়ে সিরিজে ১-১ সমতা এনেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ মীমাংসার লড়াই। সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি ফাইনালে পরিণত হয়েছে। দু’দলই সিরিজ জেতার জন্য ঝাঁপিয়ে পড়বে। কেউ কাউকে ছাড় দেবে না। ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সাদা চোখে দেখলে এ ম্যাচটির দৃশ্য এমনই হতে পারে। কিন্তু বাস্তবতায় ভিন্ন দৃশ্য মঞ্চস্থ হলে অবাক হওয়ার কিছু নেই। কেননা ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা।৩ রানের দুঃখ ভুলে আজ মাশরাফিদের সামনে এগিয়ে যাওয়ার পালা। সিরিজ জয়ের লক্ষ্যে সবাইকে আত্মবিশ্বাসী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে একসঙ্গে। নিশ্চয় সে দিকেই মনোযোগ থাকবে টাইগারদের। কেননা দুই টেস্ট ম্যাচের সিরিজে লজ্জার হারের পর ওয়ানডেতে বদলে যায় বাংলাদেশ। হতাশাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নেয় তারা। দ্বিতীয় ম্যাচে হারের হতাশা থেকেও বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন মাশরাফিরা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হয়েছে প্রথম দুটি ওয়ানডে। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এ মাঠে খেলেছিল বাংলাদেশ। সেবার তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতেই ৯১ রানে হেরে হোয়াইটওয়াশ (৩-০) হয়েছিল সফরকারীরা। এ ম্যাচে বাংলাদেশকে ৩৩৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৪৭ রানেই থেমে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সর্বশেষ ২০১৬ সালের জুনে ওয়ার্নার পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রায় সাড়ে তিনশ’ রান করেছিল। ম্যাচটিতে প্রায় দেড়শ’ রানের ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। অতীত রেকর্ড বলছে ওয়ার্নার পার্কে আগে ব্যাট করা দল প্রচুর রান পাবে। ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন ব্যাটসম্যানরাই। সিনিয়রদের সঙ্গে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদেরও জ্বলে উঠতে হবে। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথম দুই ওয়ানেডেতেই টস-ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত