সতীরর্থের শরীরে ডোপের উপস্থিতি প্রমাণিত হওয়ায় অলিম্পিকে জেতা একটি স্বর্ন পদক হারাচ্ছেন তারকা দৌড়বিদ উসাইন বোল্ট। ২০০৮ সালে অলিম্পিকে রিলে দৌড়ে এই পদকটি জিতেছিলেন জ্যামাইকান দৌড়বিদরা।
বেইজিং অলিম্পিকের ওই আসরে বোল্টের সঙ্গে মিলে জ্যামাইকাকে সোনা এনে দিয়েছিলেন নেস্টা কার্টারও। কিন্তু ৪ গুণিতক ১০০ মিটারের ওই ইভেন্টে অংশ নেওয়া ৩১ বছর বয়সী এই অ্যাথলেটের শরীরে পাওয়া গেছে নিষিদ্ধ ‘মেথাইলহেক্সানিয়ামিন’। যার দরুণ এই শাস্তি নির্ধারণ করা হয়ে গোটা দলটির জন্য। যেখানে বোল্টকেও পড়তে হয়েছে শাস্তির দলে।
অলিম্পিক থেকে বোল্ট এখন পর্যন্ত জিতেছেন মোট ৯টি সোনা। কিন্তু সতীর্থ কার্টারের শরীরে ডোপ ধরা পড়ায়, যার একটির পাশ থেকে এখন নাম কাটা যাচ্ছে বোল্টের।
(Visited ৩ times, ১ visits today)