শনিবার , ২৮ জুলাই ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ইমরানও সেনাবাহিনীর চাপে থাকবেন

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ২৮, ২০১৮ ১:০৪ পূর্বাহ্ণ

পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে ইমরান খানের দলকে ‘সহায়তা’র অভিযোগ রয়েছে দেশটির শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইমরান খানের দল সরকার গঠন করতে পারলেও খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে বড় ধরনের চাপের মুখোমুখি হতে হবে ইমরান খানকে। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে।

নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে গত বুধবার পাকিস্তানের ১১তম জাতীয় পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আংশিক ফলাফলে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এগিয়ে রয়েছে। এরপরও ইমরানের জন্য স্বস্তিদায়ক কথা বলেননি যুক্তরাজ্যের সাংবাদিক ও পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল বিনিয়ন। তিনি সতর্ক করেছেন, ‘ইমরানের মতাদর্শ খুব বেশি স্পষ্ট নয়। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে আসা দাবিগুলোর প্রতি খুব বেশিই মনোযোগ দিতে হবে তাঁকে।’

গতকাল বৃহস্পতিবার স্কাই নিউজকে বিনিয়ন বলেন, ‘ইমরানের ব্যাপক পরিবর্তন হয়েছে। একসময় পশ্চিমা ভাবধারায় চলাফেলা করা ইমরান এখন ইসলামিক মৌলবাদকে লালন করছেন। তিনি প্রায়ই কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেন।’ 

যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সরকার বলেছে, পাকিস্তানের অবস্থা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের নির্বাচন ‘অবাধ’ ও ‘সুষ্ঠু’ হয়েছে—এমন ঘোষণা এখনই দিতে রাজি নয় দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। পাকিস্তানে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের সহায়তার বিষয়ে ক্রমাগতভাবে গুরুত্বারোপ করে যাচ্ছি।’ 

ইইউ
নির্বাচন পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মিশনের প্রধান মাইকেল গেহলার বলেছেন, ‘কিছু সন্ত্রাসী ঘটনা ছাড়া জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। আমাদের পর্যবেক্ষকেরা ৮৭ আসনের ৩০০-র বেশি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।’ ২০১৩ সালের নির্বাচনের চেয়ে এবার অবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

ভারত
প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি জানান, ইমরান খানের উত্থানের পরও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া গতকাল সন্ধ্যা পর্যন্ত দেওয়া হয়নি। তবে ভারত কেন্দ্রীয় সরকারের সাউথ ব্লকের এক সূত্রের মতে, ‘দেখার বিষয় একটাই, ইমরানের ভারতনীতি লুকোছাপার খোলস ছেড়ে কতটা “সরাসরি” ও “আগ্রাসী” হয়। তাঁর দুই পূর্বসূরি নওয়াজ শরিফ ও আসিফ আলী জারদারি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির কথা বারবার বলেও সফল হননি। ইমরান তেমন কোনো আশ্বাসের কথা ভোটের প্রচারে শোনাননি। কিন্তু তা সত্ত্বেও তাঁর মনোভাব ভারত বুঝতে চাইবে।’ সূত্রটি বলে, ইমরানের কাছ থেকে ভারতের বাড়তি কোনো প্রত্যাশা নেই। পাকিস্তানি রাজনীতিতে তাঁর উত্থান কাশ্মীর ও আফগানিস্তানের ক্ষেত্রে সজাগ থাকতে ভারতকে সাহায্য করবে।

চীন
ইমরান খানের দল জয়লাভের দিকে এগিয়ে যাওয়ার পর পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন গতকাল বলেছে, নতুন সরকারের সঙ্গে তারা কাজ করতে প্রস্তুত। দেশটি আরও বলেছে, পাকিস্তানে ‘মসৃণ নির্বাচন’ দেখে তারা খুশি এবং আশা করছি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এই ফলাফল বাধা সৃষ্টি করবে না।

(Visited ১৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি