২০১২ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১৫ নভেম্বর ঢাকা পৌঁছে ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ক্যারিবীয়রা। এক মাসের বেশি লম্বা এই সফরে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সফরে প্রস্তুতিমূলক একটি দুই দিনের এবং একটি ওয়ানডে ম্যাচও আছে। ঢাকার পাশাপাশি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও সিলেটে।
দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি মিরপুরে হলেও শেষটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটির ভেন্যুও সিলেটে। আর শেষ দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলায়।
(Visited ৪ times, ১ visits today)