সদ্য বিবাহিত তারা। দুজন দুজনকে ভীষণ ভালোবাসেন। দুজনের একটা স্পেশাল দিনে স্বামী তার স্ত্রীকে একটা বিশেষ জিনিস গিফট করতে চায়। কিন্তু গিফটটা কিনে আনার পর সেটা ছিনতাই হয়ে যায়। আর সেটাকে আনতে গিয়েই স্ত্রীর মৃত্যু হয়। এমনই মর্মান্তিক গল্পের একটি নাটকে দেখা যাবে শ্যামল মাওলা ও ঈশানা জুটিকে।
সোমবার রাজধানীর মিরপুরে নাটকটির শুটিং শেষ হয়। নাটকের নাম ‘প্রতিসরণ’। নাটকটি পরিচালনা করেছেন কিন্নর তানিম।
নাটকটি সম্পর্কে ঈশানা বলেন, ‘ঈদের সময় কাজের চাপ একটু বেশি থাকে। তবে কাজের মানের ক্ষেত্রে আপস করি না। পছন্দসই গল্প ও চরিত্র হলেই কাজটা করি। এ নাটকটিও তেমনই। খুবই সুন্দর একটা গল্প। এ গল্পে ছিনতাইয়ের কবলে পড়ে আমি মারা যাই।’
শ্যামল বলেন, ‘একটা নবদম্পতিকে ঘিরে নাটকের কাহিনী। কারও ক্ষতি করলে যে সেটা যে আবার নিজের সাথে ঘটে এমনই একটা গল্প। কাজটা করে খুব ভালো লেগেছে।’
শ্যামল-ঈশানা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন অবাক রায়হান ও তানহা প্রমুখ। আসছে ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।