প্রতিবছরের ন্যায় এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পাশের হারের ধারাবাহিকতা অব্যাহত রাখায় জেলার গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সোমবার সকালে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ক্যাম্পাস থেকে ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে আনন্দ র্যালীটি ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বন্দরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশ্রাফুজ্জামান জানান, প্রতিষ্ঠানটি নন এমপিওভূক্ত হওয়া সত্বেও প্রতিষ্ঠার পর থেকে ছাত্রীরা ভাল ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবছর ৭২জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯জন ছাত্রী কৃতিত্বের সাথে পাশ করেছে। যা পাশের হারে ৯৫.৮৩%।
(Visited ১ times, ১ visits today)