সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মুসলিম নয়, ভারতের সংবিধানে কেবল গরুদের বাঁচার অধিকার আছে।

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ২৩, ২০১৮ ১:৩০ পূর্বাহ্ণ

মুসলিম নয়, ভারতের সংবিধানে কেবল গরুদের বাঁচার অধিকার দেওয়া হয়েছে। রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে দুই জনকে পিটিয়ে খুন করার ঘটনার প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করলেন আসাদ উদ্দিন ওয়াইসি। এর তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি টুইট করে লেখেন, ‘সংবিধানের ২১ নম্বর ধারায় গরুদের বাঁচার অধিকার দেওয়া হয়েছে। সেখানে মুসলিমদের বাঁচার কোনও অধিকার নেই। চার বছরের মোদি জমানায় গণপ্রহারকারীরাই রাজত্ব করেছেন।’

প্রসঙ্গত, রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়। হরিয়ানার বাসিন্দা আকবরের ওপর যখন হামলা চালানো হয় সেই সময় তাঁর সঙ্গে দুটি গরু ছিল। রামগড় তেহসিলের কাছে আসতেই কয়েকজন তাঁর উপর হামলা করে।এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, পাচারের জন্য গোরুকে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা এখনও পরিস্কার নয়। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওদিকে গণপিটুনি খাওয়ার পর আকবর খানকে রামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি