সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জার্সির কারণে সেমিফাইনাল থেকে বাংলাদেশ ডিসকোয়ালিফাইড!

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ২৩, ২০১৮ ১:১০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল আসরের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। অনেক আশা নিয়ে শেষ চারে উঠলেও শেষ পর্যন্ত বাংলাদেশ লজ্জায় ডুবলো ভিন্ন ঘটনায়। সেমিফাইনাল ম্যাচের আগমুহূর্তে আয়োজকরা বাংলাদেশকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করায় প্রতিযোগিতা থেকে শূন্যহাতে বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। মূলত জার্সি বিভ্রাটের কারণে বাংলাদেশকে এমন পরিণতির মুখোমুখি হতে হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের সবার জার্সি নম্বর ঠিক থাকলেও এক জায়গায় দেখা দেয় সমস্যা। জার্সির পিছনে ১২ সংখ্যাটি খোদাই করা ছিল না।

যে কারণে ১২ নম্বর হাতে লিখে কোনরকমে খেলতে হয়েছে। গ্রুপ পর্ব শেষে ফ্রান্স এ নিয়ে অভিযোগ করলে আয়োজকরা সরাসরি প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করে বাংলাদেশ দলকে। আয়োজকদের এমন ঘোষণায় সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে আর মাঠে নামা হয়নি। বাংলাদেশের জায়গায় সেখানে সুযোগ পায় ফ্রান্স। রাশিয়াকে ৩-০ ও চীনকে ২-১ গোলে হারিয়ে শিরোপাও জিতে নেয় ফরাসিরা। স্পেশাল অলিম্পিকের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম এমন ভুলের ব্যাখ্যায় বলেন, ‘এমন ভুল কেন করলো বুঝলাম না। জার্সি তো নিশ্চয়ই ছিল। সেটা নিয়ে কেন মাঠে গেল না। অফিসিয়াল হিসেবে যারা শিকাগোতে আছেন, তারা এর দায় এড়াতে পারেন না। আর এই আসরে জার্সি এদিক-সেদিক করার সুযোগ নেই। ইউনিফায়েড কাপে আমরা ভালো সুযোগ হারালাম। শিকাগোয় সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল বলেন, নাশতা করে মাঠে যাওয়ার আগমুহূর্তে আমাদের দুঃসংবাদটি শুনতে হয়।
আমরা সেমিফাইনাল খেলার জন্য তৈরি ছিলাম। একটি জার্সির পিছনে নাম্বারিং নিয়ে জটিলতার সুযোগ নিলো ফ্রান্স। তাদের আপত্তির মুখে আমাদের ডিসকোয়ালিফাইড করে দিলো আয়োজকরা। আর সেই ফ্রান্স জিতলো শিরোপা। গ্রুপে উরুগুয়ের কাছে হার এবং ফ্রান্স ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল। ম্যানেজার শওকাতুর রহমান ও প্রধান কোচ পরিতোষ দেওয়ানের অধীনে আসরে অংশ নেয় বাংলাদেশ দল। এর আগে স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবলের মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলের প্রতিযোগিতায় শিরোপা কুড়ায় বাংলাদেশ। গত মার্চে আবুধাবিতে ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১-০ গোলে হারায় তারা। গ্রুপ পর্বে মিশর (২-১) ও লেবাননের (৪-০) বিপক্ষে জয় দেখে বাংলাদেশ। ভিন্ন ঘটনায় বাংলাদেশকে লজ্জা পেতে হয় সর্বশেষ কমনওয়েলথ গেমসেও। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ওই আসরে বাংলাদেশ দলের কর্মকর্তারা নির্ধারিত সময়ে নাম নিবন্ধন না করায় ডিসকোয়ালিফাইড হন বাংলাদেশের বক্সার।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত