লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসেকে এক বছর নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শৃঙ্খলাভঙ্গের দায়ে চুক্তির বার্ষিক ফি’র ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে সারা রাত বাইরে থাকার কারণে এই শাস্তি পান তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে খেলতে আপাতত কোনো বাধা নেই তার। তবে সামনের এক বছরের মধ্যে আবারো শৃঙ্খলাভঙ্গের মতো কোনো অপরাধ করলে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন এই স্পিনার। চলতি মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে শ্রীলঙ্কা।
ওই সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের স্কোয়াডে ছিলেন ভ্যান্ডারসে। নিজের অপরাধ শিকার করে ভ্যান্ডারসে ক্ষমা চেয়ে সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন, বন্ধুরা, তোমাদের অসম্মান করার জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। কথা দিচ্ছি, আমি সবকিছু করবো আমার দেশ ও দলকে গর্বিত করতে। ২০১৫’র জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় ভ্যান্ডারসের। ওই বছরের ডিসেম্বরে ওয়ানডে অভিষেক হয়ে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে। গত তিন বছরে ১১ ওয়ানডেতে তার শিকার ১০ উইকেট, আর ৭ টি-টোয়েন্টিতে এই লেগ স্পিনার নেন ৪ উইকেট।