রির্পোট -সাজ্জাদ খোশনবীশ
নাগরিক সাংবাদিক,টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।
মাঠ হারাচ্ছে টাঙ্গাইল পৌরসভা এলাকার #দারুলউলুম_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়-এর শিক্ষার্থীরা। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য। খেলার মাঠ ব্যবহারের অধিকার রয়েছে সকল শিশুর। আজ সেই মাঠ বরাবর উঠেযাচ্ছে দেয়াল। শিশুরা হারাচ্ছে তাদের খেলাধুলার অধিকার। বিদ্যালয়ের শিশুদের সঙ্গে কথা বলতে গেলে শুনতে হয়েছে তাদের সরল প্রশ্ন- “আমরা সমাবেশ করবো কোথায়? খেলবো কোথায় টিফিনের ফাকে?” উত্তর দেবার সাধ্য আমার ছিলোনা তাই, চলে এসেছি নিরবে।
(Visited ৯ times, ১ visits today)