লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান লিগ সিরি এ’র ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দলবদলের পর থেকেই চলছে নানান আলোচনা-সমালোচনা। তবে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা নেইমারের মতে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নেইমারের মতে, রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার ফলে সিরি এ আবারও তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে।রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় পার করেছেন রোনালদো। টানা নয় মৌসুমে সর্বনিম্ন ৪০টি করে গোল করেছেন এই তারকা। ক্লাবের হয়ে জিতেছেন ১৫টি বড় শিরোপা। রিয়ালের কোচ জিনেদিন জিদানের পদত্যাগের পরই দল ছাড়েন রোনালদো। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পরেই ক্লাব ছাড়লেন কোচ এবং প্রিয় শিষ্য। রোনালদোর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেইমার। লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রবল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে খেলেছেন নেইমার। এর পর রেকর্ড অর্থের বিনিময়ে পিএসজিতে যোগ দেন এই তারকা। নেইমার বলেন, ‘জুভেন্টাসে রোনালদোর উপস্থিতি বদলে দেবে ইতালিয়ান লিগকে। আমি ছোটবেলায় ইতালিয়ান লিগকে যেমন জমজমাট দেখেছিলাম আবারও তেমনটাই হতে চলেছে।’ তিনি আরও বলেন, ‘ক্রিশ্চিয়ানো একজন অসাধারণ খেলোয়াড়। ফুটবলের কিংবদন্তি। তার মতো মেধাবী ফুটবলারকে আমাদের অবশ্যই সম্মান দিতে হবে। তার সিদ্ধান্তে আমি খুবই খুশি হয়েছি। আমি মনে করি, এ সিদ্ধান্ত তার জন্য কঠিন ছিল। আমি তার জন্য শুভ কামনা জানাই।’