এবার মন্টিনিগ্রোকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই দেশটির জনগণকে ‘ভীষণ আগ্রাসী’ বলে অভিহিত করে জানান, এই ক্ষুদ্র জাতিটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ফক্স নিউজের সঙ্গে ওই সাক্ষাৎকারে ন্যাটোর গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। ন্যাটোর গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৫ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ করা মানে সব সদস্য রাষ্ট্রের ওপর হামলা।
এই অনুচ্ছেদের ওপর ভিত্তি করে ফক্স নিউজের ট্যাকার কার্লসান প্রশ্ন করেন’ যদি মন্টিনিগ্রোর ওপর হামলা হয় তবে তাকে রক্ষায় আমার ছেলে কেন সেখানে যাবে?’
এর উত্তরে ট্রাম্প বলেন, আপনি কি বোঝাতে চাইছেন আমি তা বুঝেছি। আমারও একই প্রশ্ন।’
তিনি বলেন, মন্টিনিগ্রো খুবই শক্তিশালী জনগণের ক্ষুদ্র একটি দেশ। দেশটির জনগণ খুবই আক্রমণাত্মক। তারা এতটাই আক্রমণাত্মক যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারে।
মন্টিনিগ্রো সাবেক যুগোস্লাভিয়ার একটি প্রজাতন্ত্র ছিল। ৬ লাখ ৩০ হাজার জনগণের দেশটি গত বছর ন্যাটোতে যোগদান করে। এটি ন্যাটোর ২৯ তম সদস্য। ২ হাজার সেনাসদস্যের দেশ মন্টিনিগ্রো। মন্টিনিগ্রোর ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি ক্ষুদ্ধ করেছে রাশিয়াকে।