বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে দেশী ও বিদেশী মাদক দ্রব্য সংগ্রহ করে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৯ জুলাই ২০১৮ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন কীর্তনখোলা নদীর বেরীবাঁধস্থ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ঘাট হতে ১০ গজ দক্ষিণে আসামী জাকির হোসেন এর চায়ের দোকানে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৯ জুলাই ২০১৮ তারিখ আনুমানিক ১২.৫০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জাকির হোসেন(৩৫), পিতাঃ নেছার উদ্দিন হাওলাদার, সাংঃ রামনগর, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল এ/পি ফিসারী বরফ কল নদীরপাড়, থানাঃ কোতয়ালী, বিএমপি, বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মোঃ জাকির হোসেন(৩৫) এর পরিহিত কালো রংয়ের ফুল হাতা শার্ট এর বাম দিকের বুক পকেট হতে একটি স্বচ্ছ ছোট সাদা পলিপ্যাকে রক্ষিত ৪৯(ঊনপঞ্চাশ) পিচ লালচে গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসস্#৩৯;র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।