বৃহস্পতিবার , ১৯ জুলাই ২০১৮ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিসিসি নির্বাচনে বিএনপির প্রার্থীর ২৮ দফা ইশতেহার ঘোষনা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৯, ২০১৮ ১:২৬ পূর্বাহ্ণ

বরিশাল সিটি করপোরশেন নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।

বুধবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে এ ইশতেহার ঘোষনা করেন তিনি।

ইশতেহারে তিনি, নদী-খাল সচল রেখেই নগরের উন্নয়ন নিশ্চিত করা, জলাবদ্ধতা দূরীকরণের লক্ষে পরিকল্পিত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহন করা, শহর রক্ষা বাধ নির্মাণ কাজ সম্পন্ন করা, নগরের খাল সমূহ অবৈধ দখলমুক্ত করে পূণঃ খনন করা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার নির্শান, কর্মজীবী নারীদের আবাসন ব্যবস্থা করা, মাস্টার প্লান অনুযায়ী নগর উন্নয়নে বর্ধিত এলাকার মূল অংশের সাথে সম্পৃক্ত করা, সিটি করপোরেশেনের মাধ্যমে স্কুল, কলেজ চালু করা,

অপ্রয়োজনে সিটি কর বৃদ্ধি না করা, মুক্তিযোদ্ধা ও ইমামদের বিশেষ সুবিধা প্রদান করা, বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন করা, ইপিজেড স্থাপন, ছিন্নমূলের জন্য পৃথক আবাসন ব্যবস্থা করা, স্বর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ ২৮ টি দফার কথা উল্লেখ করেন।

ইশতেহার ঘোষনা শেষে তিনি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন-সমৃদ্ধি ও আধুনিক বরিশাল গড়তে প্রদত্ত প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল জেলা (দক্ষিন)বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি