বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বশির আহমেদ ঝুনুকে জাতীয় পার্টি থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (১৮ জুলাই) পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ’র প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টি বরিশাল মহানগরীর নেতা বশির আহমেদ ঝুনুকে পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজ (১৮ জুলাই) জাতীয় পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হল।
পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বশির আহমেদ ঝুনুর বহিস্কারাদেশে স্বাক্ষর করেছেন। গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে।
ঝুনু’র বহিস্কারাদেশেল বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেননা বশির আহমেদ ঝুনু সদর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হলেও তাকে মহানগর নেতা উল্লেখ করা হয়েছে। তাই বহিস্কারাদের বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত হতে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় এর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এমনকি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বরিশাল জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।