সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্ধিতায় সর্বস্তরের ভোটারদের কাছে আলোচনার অগ্রভাগে রয়েছেন নৌকার প্রার্থী তরুন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে ততোই বেশি গণজোয়ারের সৃষ্টি হচ্ছে।
নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মুখপাত্র মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বরিশালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই। ইনশআল্লাহ বরিশালে শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিগতদিনে নগরীতে কি উন্নয়ন হয়েছে তা সবাই জানেন। তাই নগরীর উন্নয়নের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ৩০ জুলাইর নির্বাচনে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমদের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করবেন বলে আমরা শতভাগ আশাবাদী।