পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তন ছাত্রী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের সেকশন অফিসার জিনাত ফাতেমা মিতুল (৩০) আর নেই (ইন্নালিল্লাহি ————রাজিউন)।
আজ সোমবার বেলা ১২টায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাবেক ছাত্রলীগ নেত্রী জিনাত ফাতেমা মিতুলের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃিতক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।