রির্পোটঃ ইমরান মল্লিক.
সিটিজেন বয়েস, পাবনা.
চাটমোহরের গুমানী নদীতে চলছে পলো দিয়ে মাছ ধরার উৎসব।
গ্রামবাংলার উৎসবের ঋতু শীত। এ সময় উৎসবপ্রিয় বাঙালি মেতে ওঠে নানা আয়োজনে। তেমনি একটি উৎসব পলো বাওয়া উৎসব। স্থানীয় নাম ‘বাউত উৎসব’। পাবনার নদী ও বিলাঞ্চলগুলোয় এ উৎসব চলছে। পলো দিয়ে মাছ ধরতে ব্যস্ত মৎস শিকারিরা। বিভিন্ন জাকোরের মাধ্যমে মাছ শিকারিরা সারিবদ্ধ হয়ে নামেন পানিতে।
এক সপ্তাহ ধরে চাটমোহর উপজেলার বড়াল নদী, গুমানী নদী, রত্নাই নদী, করতোয়া নদীতে পলো বাওয়া বাউত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পলো দিয়ে যারা বিলে মাছ ধরেন তাদের বাউত বলা হয়। প্রতি বছর এ সময় এলাকার মানুষ একসঙ্গে পলো দিয়ে বিলে উৎসবমুখর পরিবেশে মাছ ধরেন। পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া এলাকার মানুষ দল বেঁধে এ বাউত উৎসবে যোগ দেন।
(Visited ১৩ times, ১ visits today)