আজ ১৫জুলাই বৃহস্পতিবার বরিশাল নগরীর আমতলা বিজয় বিহঙ্গ সংলগ্ন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অস্থায়ী কার্যালয়ে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহ্ফুজুর রহমান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয় । সভায় নিরাপত্তা সংক্রান্তে আলোচনা ও সিধান্ত গ্রহন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিএমপির পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয় ।
মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠ কর্মকর্তা এসআই মোঃ মশিউর রহমান (কোতয়ালি থানা) , মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা এসআই আশীষ পাল(ডিবি) ,ট্রাফিক বিভাগে মামলা/জরিমানা আদায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা সার্জেন্ট হাসান আহমেদ , গ্রেফতারী পরোয়ানা তামিলে শ্রেষ্ঠ কর্মকর্তা এএসআই ১১৮৬ মোঃআসাদুল হক(কোতয়ালি থানা),অস্ত্র এবং বিস্ফোরকদ্রব্য উদ্ধার সংক্রান্তে শ্রেষ্ঠ কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন পিপিএম (ডিবি) প্রত্যেককে ৭০০০ টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হয় ।
সাজা পরোয়ানা সংক্রান্তে কোতয়ালি থানার এএসঅাই ৫৭১ মোঃ মাসুম বিল্লাহ ১১০০০ টাকা , এএসঅাই /৮২ মোঃ ফারুক হোসেন ৬০০০ টাকা ,এএসঅাই /৭২৮ মোঃ সবুজ আলম খাঁন ৩০০০ টাকা এবং এএসঅাই শেখ রেজাউল করিম কে ৩০০০ টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হয় ।
সাজা পরোয়ানা সংক্রান্তে কোতয়ালি থানার এসআই মো জসিম উদ্দিন ৭০০০ টাকা এএসআই/৫৯৩ মোঃ সাইফুল ইসলাম ৩০০০ টাকা এবং এএসঅাই/৫৪৮ মোঃ জামাল হোসেন কে ৩০০০ টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হয় ।
সাজা পরোয়ানা সংক্রান্তে এয়ারপোর্ট থানার এএসঅাই৮৫ মোঃ কামাল উদ্দিন ৮০০০ টাকা এবং এএসআই ৮৪ মনিরুজ্জামান কে ৩০০০ টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হয় ।
এছাড়া ডিসি ডিবি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ,এডিসি হেডকোয়ার্টার খাঁন মুহাম্মদ আবু নাসের , সিনিয়র এসি কোতয়ালি শাহানাজ পারভীন পিপিএম , এসি এস্টেট মোঃফরহাদ সরদার এবং এসি ক্রাইম নাসরিন জাহান কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন ।